১২ বছর পর শাকিব–জয়া, রাফী বললেন, ‘এমন কিছু হবে, যা আগে হয়নি’
১২ বছর পর শাকিব–জয়া, রাফী বললেন, ‘এমন কিছু হবে, যা আগে হয়নি’
‘তাণ্ডব’ অসম্ভব ভালো নির্মাণের সিনেমা’, বলেছেন শাকিব খান। ঢাকাই ছবির এই তারকা আরও বলেন, ‘এটা রাফীর (নির্মাতা রায়হান রাফী) জীবনের বেস্ট সিনেমা।’ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় ‘তাণ্ডব’ সিনেমার সংবাদ সম্মেলন। সেখানেই এ কথা বলেন শাকিব খান।
‘তাণ্ডব’ দর্শকের মনে তাণ্ডব তুলবে উল্লেখ করে সিনেমাটির নির্মাতা রায়হান রাফীর প্রশংসা করেন দেশের শীর্ষ এ অভিনেতা। শাকিব খান বলেন, ‘রাফী খুব গুছিয়ে কাজ করে। তার প্রি-প্রোডাকশন অনেক ভালো। এটা রাফীর সঙ্গে আমার দ্বিতীয় কাজ। ডাবিংয়ের সময় আমি যতটুকু দেখেছি, আমার মনে হয়েছে, রাফী এটা কী বানাল! “তাণ্ডব” অনেক পরিশ্রমের একটা সিনেমা।’
সিনেমাটি ঘিরে নানা রকম চমকের কথা শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সে বিষয় নিয়েও আয়োজনে কথা বলেছেন নির্মাতা। রাফী বলেন, ‘চমক আগে থেকে বলে দিলে তো আর চমক থাকে না। চমক হিসেবে যা বলা হচ্ছে বা দর্শকেরা যা ভাবছেন, তার কিছুই না–ও থাকতে পারে। আর যদি কিছু থাকে, তাহলে সেটা পর্দাতেই উপভোগ করবেন দর্শকেরা। আর তো মাত্র একটা দিন।’
Comments
Post a Comment